১০ মার্চের সর্বাত্মক সফল ধর্মঘট প্রসঙ্গে এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস ওই দিন এক বিবৃতিতে বলেন, সরকার ও সরকারি দলের ভীতি প্রদর্শন ও হুমকি উপেক্ষা করে রাজ্যের সরকারি-আধা সরকারি কর্মচারী, শিক্ষক-অশিক্ষক, ডাক্তার, নার্স, এএনএম(আর), ওয়াটার ক্যারিয়ার সুইপার সহ অস্থায়ী কর্মচারীরা জরুরি পরিষেবা বজায় রেখে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ঐক্যবদ্ধভাবে ধর্মঘট সফল করেছেন। এজন্য আমরা তাঁদের সংগ্রামী অভিনন্দন জানাই।
ভীতি প্রদর্শনকারী রাজ্য প্রশাসন সহ সমস্ত শক্তিকে ধিক্কার জানিয়ে তিনি বলেন, আজ যে সমস্ত ধর্মঘটীদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই আন্দোলন ইতিহাস সৃষ্টি করেছে। এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের সমস্ত শ্রমজীবী ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। বেতন কাটা ও চাকরি ছেদের হুমকি জয় করে আগামী দিনের দীর্ঘস্থায়ী আন্দোলনের পথে এগিয়ে যাওয়ার ও জয় ছিনিয়ে আনার ক্ষেত্রে এই সফল ধর্মঘট মাইলস্টোন হিসাবে কাজ করবে। আজকের ধর্মঘটে অংশগ্রহণকারীরা আগামী দিনের দীর্ঘস্থায়ী দাবি আদায়ের আন্দোলনে নেতার ভূমিকা পালন করবেন। এই ধর্মঘট আগামী দিনের শ্রমজীবী মানুষের আন্দোলনে প্রেরণা হিসাবে কাজ করবে।