Breaking News

সমকাজে সমবেতনের দাবি, আন্দোলনে আংশিক সময়ের অধ্যাপকরা

১৭ জুলাই ‘কুটাব’–এর নেতৃত্বে পশ্চিমবঙ্গের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের অধ্যাপকরা কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নবান্নের উদ্দেশে এক বিশাল মিছিলে পা মেলান৷ গোটা রাজ্য থেকে প্রায় তিন হাজারের বেশি অধ্যাপক সম–কাজে সমবেতনের দাবিতে কলকাতার রাজপথে বৃষ্টি মাথায় করে মিছিলে সামিল হয়েছিলেন৷

কলেজে কলেজে আংশিক সময়ের অধ্যাপকরা পূর্ণ সময়ের অধ্যাপকদের সমান কাজ করেন৷ অনেক ক্ষেত্রে বেশি কাজ করেন৷ তবুও বেতনের ক্ষেত্রে মারাত্মক বৈষম্য সুপ্রিম কোর্টের সমকাজে সমবেতনের নির্দেশনামা রূপায়ণের কোনও সদিচ্ছা রাজ্য সরকার দেখাচ্ছে না৷ তারই প্রতিবাদে আয়োজিত এই মিছিলকে পুলিশ মেট্রো চ্যানেলে আটকে দেয়৷ সেখানে উচ্চশিক্ষা ব্যবস্থায় অধ্যাপক শোষণের কালা সার্কুলার পোড়ানো হয়৷

অধ্যাপকদের বিক্ষোভের আঁচ টের পেয়ে মিছিল চলাকালীন উচ্চশিক্ষামন্ত্রী সরকারি আধিকারিকদের মাধ্যমে কুটাব–এর নেতৃত্বের সাথে আলোচনার প্রস্তাব দেন৷ ১ ঘন্টারও বেশি সময় ধরে উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গে নেতৃত্বের আলোচনা চলে৷ আগামী এক মাসের মধ্যে আংশিক সময়ের অধ্যাপকদের রেগুলারাইজেশন–এর বিষয়টি নিয়ে উচ্চ শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন৷

পাশাপাশি আংশিক সময়ের অধ্যাপকদের অবসরের বয়স পূর্ণ সময়ের অধ্যাপকদের মতো ৬২ বছর করাকে তিনি নৈতিক সমর্থন করেছেন৷ আংশিক সময়ের অধ্যাপকদের পি এফ–এর ব্যবস্থা খুব শীঘ্রই করা হবে বলে তিনি জানিয়েছেন৷ এ ছাড়াও অভাবের তাড়নায় আত্মঘাতী আংশিক সময়ের অধ্যাপক প্রশান্তকুমার প্রামাণিকের বাড়ির একজন সদস্যকে  চাকরি  দেওয়ার  দাবি  তিনি মেনে নিয়েছেন৷

কুটাবের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ জানিয়েছেন, এক মাসের মধ্যে শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ না হলে আরও বড় মাপের আন্দোলনের পদক্ষেপ নেওয়া হবে৷

(৭০ বর্ষ ৪৯ সংখ্যা ২৭ জুলাই, ২০১৮)