উত্তর ২৪ পরগণার নদীবেষ্টিত সন্দেশখালিতে মহিলা সহ সাধারণ মানুষের উপর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী বাহিনীর লাগাতার অত্যাচারের প্রতিবাদে এবং আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে ৮ মার্চ দলের পক্ষ থেকে দশ জনের এক প্রতিনিধিদল বেড়মজুর-কাছারিপাড়া, জেলিয়াখালি-হালদারপাড়া, রামপুর সহ বিভিন্ন গ্রামে পরিদর্শন করেন ও মানুষের সাথে কথা বলেন। দলে দলে মানুষ এগিয়ে এসে প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন ও তাঁদের অভিযোগ জানান। তাঁরা সরকার, পুলিশ-প্রশাসন এবং সরকারি দলের জনবিরোধী ভূমিকা তুলে ধরেন।
উপস্থিত গ্রামবাসীরা নিজেরা স্লোগান দেন এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেন। প্রতিনিধি দলে ছিলেন কমরেডস চঞ্চল ঘোষ, সফিক মোল্লা, রফিক মোল্লা সহ অন্যরা। প্রতিনিধিরা বেড়মজুরে তেভাগা আন্দোলনের অমর শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।