সকল বেকারের চাকরি, বেকার ভাতা চালু, মদ ও মাদক দ্রব্য নিষিদ্ধ করা, অপসংস্কৃতি ও অশ্লীলতা রোধের দাবিতে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অনুষ্ঠিত হল বিপ্লবী যুব সংগঠন এআইডিওয়াইও-র ষষ্ঠ পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন।
১২ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর শহরে শিবনাথ শাস্ত্রী হলে সংগঠনের রক্তপতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড প্রতিভা নায়েক। এর পর শহিদ বেদিতে মাল্যদান করেন এস ইউ সি আই (সি) দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নভেন্দু পাল এবং সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে রাজ্যের সমস্ত জেলা থেকে সাত শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রধান বক্তা ছিলেন এস ইউ সি আই (সি) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুভাষ দাসগুপ্ত। তিনি বেকারত্ব, অপসংস্কৃতি, মদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনে অঞ্জন মুখার্জিকে সভাপতি এবং মলয় পালকে সম্পাদক ও সুকান্ত সিকদারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৩৭ জনের রাজ্য কমিটি গঠিত হয়।