সংসদে বিরোধী দলনেতাকে দাবিপত্র পেশ কিসান মোর্চার

সংযুক্ত কিসান মোর্চার দশ সদস্যের এক প্রতিনিধিদল ৬ আগস্ট সংসদ চত্বরে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে ১৭ দফা দাবিপত্র পেশ করেন।

ফসলের সরকারি সংগ্রহ নিশ্চিত করার সাথে সাথে ন্যূনতম সহায়ক মূল্য চাষের খরচের দেড়গুণ করা এবং কৃষককে ঋণমুক্ত করার বিষয়ে দুটি বিল সংসদে উত্থাপনের জন্য তাঁকে অনুরোধ জানান। বিরোধী দলনেতা বিলগুলি আনা এবং সে ব্যাপারে যথাসাধ্য ভূমিকা নেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিনিধিদল তাঁকে অনুরোধ করেন, যে রাজ্যগুলিতে অ-বিজেপি ছাড়া দলগুলির সরকার আছে, সেখানে বিধানসভায় ন্যূনতম সহায়ক মূল্যের পক্ষে প্রস্তাব পাশ করানো হোক ও তা কেন্দ্রীয় সরকারকে জানানো হোক।

তাঁরা আরও বলেন, কৃষকদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এর বিরুদ্ধে লড়ছেন চাষিরা। চাষিরা চান তাঁদের দেওয়া প্রতিশ্রুতিকে যেন মর্যাদা দেওয়া হয় ও রূপায়িত করা হয়। প্রতিনিধিদলে ছিলেন বলবীর সিং রাজেওয়াল, সত্যবান, প্রেম সিং গেহলট, হান্নান মোল্লা, রামিন্দর সিং তাজিন্দর সিং ভির্ক, দর্শন পাল, সুনীলম, রঞ্জন রামচন্দ্র ক্ষীরসাগর, অভীক সাহা।