২১ নভেম্বর দিল্লিতে সংসদীয় স্থায়ী কমিটি স্কুল শিক্ষা সম্পর্কিত বিষয়ে মতামত গ্রহণের জন্য বিভিন্ন সংগঠনকে আমন্ত্রণ করে। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির তরফে সভায় উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য ও দিল্লি শাখার সম্পাদিকা সারদা দীক্ষিত। তিনি সভায় নয়া জাতীয় শিক্ষানীতি ঘোষিত নীতি অনুযায়ী সারা দেশে ও রাজ্যে রাজ্যে যে ভাবে স্কুলগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, কয়েকটি স্কুলকে মিলিয়ে দিচ্ছে (ক্লোজার ও মার্জার) এবং তার মাধ্যমে সরকার পোষিত স্কুল শিক্ষা ব্যবস্থার দফা রফা করা হচ্ছে তার তীব্র সমালোচনা করেন। পিএমশ্রী স্কুলের নামে কেন্দ্রীয় সরকার সরাসরি এই কাজ করছে। মধ্যপ্রদেশের বিজেপি পরিচালিত সরকার সিএম স্কুলের নামে ইতিমধ্যে ৩৫,০০০ স্কুল বন্ধ করে দিয়েছে। ২০১৭-২২ সালের মধ্যে সারা দেশে ৭২০০০-র বেশি সরকারি স্কুল বন্ধ হয়েছে, অন্য দিকে ১৩৫০০-র মতো বেসরকারি স্কুল প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ শিক্ষার বেসরকারিকরণের হার বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার অধিকার আইনের বলে পাশ-ফেল তুলে দেওয়ার তিনি সমালোচনা করেন। তিনি যখন বক্তব্য রাখেন তখন সংসদীয় কমিটির বিজেপি সাংসদরা বাধা দিচ্ছিলেন।
কমিটির চেয়ারম্যান রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিংহের হাতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সম্পাদক অধ্যাপক তরুণ কান্তি নস্করের স্বাক্ষরিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে বিজ্ঞানবিরোধী শিক্ষার প্রচলন, ইতিহাসের বিকৃতি প্রভৃতির সমালোচনা করা হয় এবং নয়া জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানানো হয়।