সম্প্রতি কেন্দ্রীয় সরকার তিনটি ব্যাঙ্ক (ব্যাঙ্ক অফ বরোদা, দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক)–কে সংযুক্তিকরণের যে সিদ্ধান্ত ঘোষণা করেছে, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক কমরেড জগন্নাথ রায়মণ্ডল তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷
১৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি বলেন, নরসিংহম কমিটির জনবিরোধী সুপারিশ অনুযায়ী একচেটিয়া কর্পোরেট মালিকদের স্বার্থেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত৷
এই কর্পোরেট মালিকরা ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ আত্মসাৎ করার ফলেই ব্যাঙ্কগুলি অনুৎপাদক সম্পদের বোঝায় ধুঁকছে৷ কেন্দ্রীয় সরকার সেই টাকা আদায় না করে ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতির উন্নতির অজুহাতে এই সংযুক্তি ঘটাচ্ছে৷ বাস্তবে কর্পোরেট মালিকদের কাছ থেকে টাকা আদায় না করে সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ব্যাঙ্ক কর্মচারী, আমানতকারী সাধারণ মানুষের উপর৷
এই সংযুক্তিকরণের ফলে ব্যাঙ্কগুলির বহু শাখা বন্ধ হয়ে অসংখ্য কর্মচারী কাজ হারাবেন৷ আমানতকারীরাও নানা সমস্যায় পড়বেন৷ এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানিয়েছে এ আই বি ই ইউ এফ৷
(৭১ বর্ষ ৯ সংখ্যা ২৮ সেপ্টেম্বর, ২০১৮)