Breaking News

সংগ্রামী কৃষকদের আন্তরিক অভিনন্দন – এসইউসিআই (সি)

কলকাতা
এসইউসিআই (কমিউনিস্ট) এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ আজ ১৯ নভেম্বর ২০২১ এক বিবৃতিতে কৃষি আন্দোলনকে অভিনন্দন জানিয়ে বলেছেন,
   ফ্যাসিস্ট বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে শেষ পর্যন্ত সংগ্রামী কৃষকদের কাছে নতি স্বীকার করতে হলো ও তাদের ন্যায্য দাবিগুলি মেনে নিতে হল। ঐতিহাসিক কৃষক আন্দোলনের এ এক বিরাট জয়। যা আবার প্রমাণ করলো নির্ভীক দৃঢ় প্রতিজ্ঞ মেহনতি মানুষের দীর্ঘস্থায়ী আন্দোলনই কেবল পুঁজিপতিশ্রেণী ও মাল্টিন্যাশনালদের সেবাদাস শাসকদলগুলির সমস্ত রকম জনবিরোধী ষড়যন্ত্রমূলক পরিকল্পনাকে পরাস্ত করতে পারে। শোষিত নিপীড়িত সকল জনগণের কাছে এ এক মহৎ শিক্ষা।
   কৃষক আন্দোলনের সকল শহীদদের প্রতি আমরা লাল সেলাম ও সংগ্রামী কৃষকদের আন্তরিক অভিনন্দন জানাই।