Breaking News

শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে মহিলাদের বিক্ষোভ

 

70 Year 32 Issue 30 March 2018

 

জয়নগর ১ নং ব্লকের গ্রামীণ এলাকার ৮ দফা দাবি অতিদ্রুত পূরণের দাবিতে ২২ মার্চ শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে স্মারকলিপি দিল এ আই এম এস এস৷ উত্তরপাড়া–বিশালাক্ষ্মীতলা রাস্তা এবং শ্রীপুর মোড় থেকে রবীন ব্যানার্জীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, সকলকেই ডিজিটাল রেশন কার্ড প্রদান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় অগ্রাধিকারের ভিত্তিতে ঘর বরাদ্দ করা, পঞ্চায়েতী দুর্নীতি বন্ধ করা, প্রামাণিক পাড়ায় ধৃত অপরাধীদের শাস্তি প্রভৃতি দাবিতে এই ডেপুটেশনে নেতৃত্ব দেন কমরেডস তপতী কয়াল, সুমিত্রা ঘোষ, সুচিত্রা দাস৷ প্রধান ১৫ দিনের মধ্যে দাবিগুলি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন৷

3 comments