Breaking News

শ্রমিকরা ফিরে এলে কাজ দেবেন কোথায়? মুখ্যমন্ত্রীকে রাজ্য সম্পাদক সৌমেন বসুর চিঠি

 

প্রবাসী শ্রমিকরা এ রাজ্যে ফিরে এলে ৫০ হাজার টাকা ও চাকরি পাবে বলে যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন, সেই প্রসঙ্গে এস ইউ সি আই (সি) রাজ্য সম্পাদক কমরেড সৌমেন বসু ১৩ ডিসেম্বর মাননীয়া মুখ্যমন্ত্রীকে নিম্নলিখিত চিঠি পাঠান৷

‘‘সম্প্রতি রাজস্থানে কর্মরত মালদহ জেলার এক শ্রমিকের নৃশংস হত্যাকাণ্ড ও ইতিপূর্বে নদীয়া জেলার এক শ্রমিকের কর্ণাটকে হত্যাকাণ্ড প্রসঙ্গে আপনি ১০০ দিনের কাজ ও ৫০ হাজার টাকার অনুদান সহ কয়েকটি ঘোষণা করেছেন৷ সে প্রসঙ্গে আপনার উদ্দেশে এই চিঠি পাঠাচ্ছি৷

ইতিপূর্বেও নোট বিপর্যয় ও জিএসটি–র ফলে রাজ্যে রাজ্যে ক্ষুদ্র শিল্পে, এমনকী বড় কারখানাতেও লক্ষ লক্ষ শ্রমিক কাজ হারানোর সময় আপনি বাংলার অধিবাসী প্রবাসী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন৷ এই আহ্বানের ফলে সারা দেশে পশ্চিমবঙ্গের এমন রঙিন এক চিত্র উদ্ভাসিত হতে পারে যেন এ রাজ্যে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ আছে এবং এ রাজ্যের শ্রমিকদের কাজের খোঁজে ভিন্ন প্রদেশে যাওয়ার প্রয়োজন নেই৷ কিন্তু আপনি নিশ্চয়ই খবর রাখেন, আপনার পূর্বের আহ্বানে কতজন প্রবাসী কর্মহারা শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন বাস্তবে, কত দুর্দশায় শিক্ষিত–শিক্ষিত নির্বিশেষে প্রতিদিন এ রাজ্যের যুবকেরা ভিন্ন রাজ্যে নির্মম ছলনা–প্রতারণা, দৈহিক ও মানসিক নিপীড়ন সয়ে অনাহারে–অর্ধাহারে জঘন্য পরিবেশে ক্রীতদাসের মতো বন্দী থাকার আশঙ্কা সত্ত্বেও কাতারে কাতারে উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন প্রদেশে চলে যাচ্ছে, তাও নিশ্চয়ই আপনার জানা আছে৷ সারা দেশেই কর্মসংস্থানের তথা বেকার সমস্যার ভয়াবহ অবস্থার প্রমাণ পাওয়া যায় যখন একটি ঝাড়ুদার পদের জন্যও উচ্চশিক্ষিত হাজার হাজার যুবক টাকা খরচ করে দরখাস্ত জমা দেন৷

আপনি রাজ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পকে রক্ষার জন্য প্রকৃত পদক্ষেপ সহ জেলায় জেলায় নতুন করে শ্রমনির্ভর কৃষিজাত ক্ষুদ্র শিল্প গড়ে তোলার উদ্যোগ নিলে, সরকারি অফিসে, হাসপাতালে, স্কুলে, কলেজে, শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে নিষেধ প্রত্যাহার করলে এবং ভিন্ন রাজ্যে প্রবাসী শ্রমিকদের প্রতারণা চক্র ও দালালদের হাতে বন্দীদশা থেকে মুক্ত করতে রাজ্যে নজরদারির আইনী ব্যবস্থা গ্রহণ করলে এই নারকীয় দশায় বিপর্যস্ত শ্রমিকদের প্রকৃত উপকার হবে৷

আশা করি, এই চিঠিতে বেকার জীবনের মর্মান্তিক অসহায়তার যে কথা জানালাম তার সুরাহা করতে প্রকৃত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন৷’’

About Ganadabi

Check Also

পাশ-ফেল চালু করতে হবে প্রথম শ্রেণি থেকেই

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল পুনরায় চালু প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক …