শ্রমকোড বাতিলের দাবি আলিপুরদুয়ারে

কেন্দ্রের শ্রমিক স্বার্থবিরোধী চারটি শ্রমকোড বাতিলের দাবিতে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ৫ ফেব্রুয়ারি দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালন করেন শ্রমিক-কর্মচারীরা। এরই অঙ্গ হিসাবে এআইইউটিইউসি আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে বীরপাড়া জোনের উদ্যোগে বীরপাড়া এএলসি অফিসে বিক্ষোভ দেখানো হয় এবং কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেওয়া হয়। নেতৃত্ব দেন সংগঠনের আলিপুরদুয়ার জেলা সম্পাদক কমরেড মৃণালকান্তি রায়, জেলা কমিটির সদস্য কমরেড বিপ্তি ওঁরাও বারা, শ্রমিক নেতা কমরেড মনোজ মুণ্ডা প্রমুখ।

স্মারকলিপিতে শ্রমকোড বাতিল ছাড়া জেলা তথা উত্তরবঙ্গের বন্ধ চা-বাগান অবিলম্বে খোলা এবং হাইকোর্টের রায় অনুযায়ী চা-শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার দাবিও জানানো হয়।