দক্ষিণ ২৪ পরগণার জয়নগর ১ নং ব্লকে খাকুড়দহ-জাঙ্গালিয়ার শান্তিপুরে ২০ ফেব্রুয়ারি নবরূপে নির্মিত পার্টি অফিস উদ্বোধন করলেন দলের পলিটবুরো সদস্য ও রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। অত্যন্ত অসুস্থ শরীরে চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালের শয্যা থেকে এসে এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন এলাকার প্রবীণ নেতা, অবিভক্ত দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য কমরেড পাঁচু নস্কর। কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, এসইউসিআই(সি) প্রতিষ্ঠা লগ্নে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের মধ্য দিয়ে দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চলে পার্টির গণভিত্তি স্থাপিত হয়। তিনি অগণিত শহিদের আত্মদান ও বহু কর্মীর অসামান্য সংগ্রামের কথা স্মরণ করেন। খাকুড়দহ-জাঙ্গালিয়ায় দলের বিস্তারে কমরেড পাঁচু নস্করের অগ্রণী ভূমিকার কথা এবং রাজ্য কমিটির প্রয়াত সদস্য ও জয়নগর ১ নং ব্লকের জনপ্রিয় নেতা কমরেড অজয় সাহার বলিষ্ঠ ভূমিকার কথা তিনি স্মরণ করেন। তিনি বলেন, অফিসের অভাবে নানা স্থানে অনেক অসুবিধার মধ্যে দলীয় সভা করতে হয়েছে। তখন থেকেই কমরেড অজয় সাহা শান্তিপুরে বড় আকারে অফিস নির্মাণের সংকল্প গ্রহণ করেন। এটা খুবই বেদনার যে অফিস উদ্বোধনের এই আনন্দের দিনে তিনি আমাদের মধ্যে নেই। কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, এই অফিসকে কেবল কাজের কেন্দ্র নয়, জ্ঞান-চর্চা ও চরিত্র সাধনার কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেবাশীষ রায় ও অশোক সামন্ত, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য, বারুইপুর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কমরেড নন্দ কুণ্ডু। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ও কাকদ্বীপ সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কমরেড সুজিত পাত্র এবং রাজ্য কমিটির সদস্য কমরেড গোপাল সাহু। বৃষ্টিভেজা আবহাওয়া সত্ত্বেও শতাধিক পার্টি কর্মী ও স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন দলের আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড মধুসূদন দাস।