Breaking News

শুধুমাত্র পঞ্চম ও অষ্টমে নয়, দেশের মানুষ পাশ–ফেল চায় প্রথম শ্রেণি থেকেই

70 Year 29 Issue 9 March 2018

 

বিজেপি চালিত কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সম্প্রতি শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুযায়ী পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পুনরায় পাশ–ফেল প্রথা চালু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ এর বিরুদ্ধে ৬ মার্চ তীব্র প্রতিবাদ জানিয়েছেন এস ইউ সি আই (সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ৷ কারণ, সারা দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক এবং ছাত্রসমাজ দীর্ঘদিন ধরে দ্ব্যর্থহীনভাবে প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেল পুনঃপ্রবর্তনের দাবি জানিয়ে আসছে৷ কমরেড ঘোষ দৃঢ়তার সঙ্গে বলেন, পাশ–ফেল প্রথা না থাকার ফলে পাঠন–পাঠন ক্ষেত্রে যে অনীহা সৃষ্টি হয়েছে, সেখানে কেবলমাত্র পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা ও পাশ–ফেল চালু করার দ্বারা স্কুলগুলির পরিবেশের কোনও উন্নয়ন ঘটবে না৷ সর্বোপরি এই পদক্ষেপ আরও বিভ্রান্তি সৃষ্টি করবে এবং এই দুই স্তরে ফেল করা ছাত্ররা স্কুল ছাড়তে বাধ্য হবে৷ যেহেতু সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতেই এই সিদ্ধান্ত কার্যকরী হবে, তাই এর দ্বারা গরিব ঘর থেকে আসা ছেলেমেয়েরাই ক্ষতিগ্রস্ত হবে৷

এই নীতি সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়ার এক শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করবে, যা স্বাধীনতার পর থেকে এ দেশের শাসক শ্রেণি করে চলেছে৷ তাই প্রস্তাবিত এই সর্বনাশা পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে এগিয়ে আসার জন্য এস ইউ সি আই (সি) দেশের সমস্ত শিক্ষাপ্রেমী মানুষ–ছাত্র–শিক্ষক কাছে আবেদন জানাচ্ছে৷