সম্প্রতি শিয়ালদহ কোর্টের ৩ ও ৪ নং কোর্টকে যথাক্রমে সল্টলেক ও ব্যারাকপুরে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ আইনজীবী, করণিক সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা না করেই অত্যন্ত দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর ফলে কোর্টে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ অত্যন্ত অসুবিধায় পড়েছে৷ তাছাড়া যেখানে এই কোর্টগুলি স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে এখনও উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হয়নি৷ একথা জানানো হয়েছে লিগাল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে ৭ ডিসেম্বর এক বিবৃতিতে৷ বিবৃতিতে সংগঠনের রাজ্য সম্পাদক ভবেশ গাঙ্গুলী সমস্যাগুলির সমাধানে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা করার আবেদন জানিয়েছেন হাইকোর্টকে৷