এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ জুন এক বিবৃতিতে বলেন, বিহারে এনসেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ১৫০ এর বেশি শিশুর মৃত্যুর অত্যন্ত মর্মান্তিক ঘটনায় আমরা গভীর মর্মাহত৷ এত শিশুর মৃত্যুর জন্য প্রধানত দায়ী খাদ্যাভাবজনিত মারাত্মক অপুষ্টি৷ এই মৃত্যু এখনও ঘটেই চলেছে৷ এত শিশুর এই মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি এবং বিহার রাজ্য সরকারের চূড়ান্ত অপরাধমূলক উদাসীনতা৷ দুই সরকার নির্বাচনী সাফল্যের উৎসব উদযাপনে এতই ব্যস্ত যে, শিশুদের জীবন রক্ষার জন্য তৎপর হওয়ার সময় পায়নি তারা৷ আমরা মনে করি, এ হল মানবতার বিরুদ্ধে জনঘন্যতম অপরাধ৷ জুন মাসের শুরু থেকেই বিহারের ১৬টি জেলায় এই মস্তিস্কের জ্বর ছড়িয়ে পড়ে৷ ৬০০–এর বেশি শিশু এতে আক্রান্ত এবং তা আরও ছড়াচ্ছে৷
কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছে আমরা দাবি করছি, এই রোগের প্রসার রোধ এবং চিকিৎসার কাজকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে৷ প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা সরঞ্জাম, ওষুধ সরবরাহ এবং পর্যাপ্ত সংখ্যায় ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মী নিয়োগ করে অতি দ্রুত রোগ মোকাবিলার ব্যবস্থা নিতে হবে৷ প্রয়োজনে এ কাজে অভিজ্ঞ আন্তর্জাতিক সংস্থাগুলির সাহায্য নিতে হবে৷ এই রোগে মৃত্যুর কারণ যে অপুষ্টি তা দূর করার জন্য সরকারকে তৎপর হতে হবে৷ আমরা আরও দাবি করছি, উপযুক্ত তদন্ত করে এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে চিহ্ণিত করে কঠিন শাস্তি দিতে হবে৷
শিশুমৃত্যু সর্বদাই হৃদয়বিদারক৷ শত শোক এবং মর্মবেদনাতেও তাদের জীবন ফিরিয়ে দেওয়া যাবে না৷ কোনও কিছু দিয়েই এ ক্ষতি পূরণ করা যায় না৷ আমরা দাবি করছি, সরকার তার দায় স্বীকার করে প্রতিটি শোকগ্রস্ত পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিক৷
২৪ জুন আমাদের দল সারা দেশ জুড়ে এই দাবিতে প্রতিবাদ দিবস পালন করবে এবং সমস্ত রাজ্যের রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়ে এই দাবি তুলবে৷ জনগণের কাছে আমাদের আবেদন এই প্রতিবাদে সামিল হোন, যাতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বাধ্য করা যায়৷