২১ জুন দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে বছর এগারোর এক কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে এক যুবক ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে৷ কিশোরীর মা দমদম থানায় গেলে, ‘ওটা রেল পুলিশের ব্যাপার’ বলে তারা অভিযোগ নিতে অস্বীকার করে৷ পরে মেয়েটির শিক্ষক থানায় গেলে পুলিশ অভিযোগ নিতে বাধ্য হয়৷ খবর জানাজানি হলে দমদমের মনীষী চর্চা কেন্দ্রের সদস্যরা স্টেশন ম্যানেজার ও দমদম থানায় বিক্ষোভ দেখান৷ সংস্থার সভাপতি মুক্তি দেবনাথ, আনোয়ার হোসেন, সম্পাদক রমেশ দাস, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় বসাক, শিক্ষক জয়ন্ত বিশ্বাস দাবি করেন– অবিলম্বে গ্রেপ্তার করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নির্যাতিতা ও তার মায়ের হয়রানি এবং দমদম থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাদকাসক্ত ও সমাজবিরোধীদের উৎপাত বন্ধ করতে হবে, নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েও গ্রেপ্তারের ব্যাপারে উদাসীন থাকে৷ ফলে ২৫ জুন আবার বিক্ষোভ দেখানো হয়৷ অবশেষে পুলিশ দোষীকে গ্রেপ্তার করে৷
(৭০ বর্ষ ৪৬ সংখ্যা ৬ জুলাই, ২০১৮)