শিশু ও নারী পাচার বিরোধী নাগরিক কনভেনশন

উত্তর ২৪ পরগণার অশোকনগরে বনানী নার্সিংহোমে দীর্ঘদিন শিশু পাচার চক্র চললেও প্রশাসন চোখ বুজে থেকেছে৷ ঘটনা জানার পর থেকেই এর বিরুদ্ধে নাগরিকরা আন্দোলনে নেমেছেন৷ এ আই এম এস এসের নেতৃত্বে মহিলারা রাস্তা অবরোধও করেন৷৷

২৩ ডিসেম্বর অশোকনগর শ্রীমা বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হয় শিশু ও নারী পাচার বিরোধী নাগরিক কনভেনশন৷ শতাধিক মহিলা ও এলাকার বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এই কনভেনশনে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তি তপনকুমার বিশ্বাস, ডাঃ স্বপন চৌধুরী, শতরূপা ঘোষ, নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির নেত্রী পুতুল চৌধুরী প্রমুখ৷ অনুপা ঘোষকে সভাপতি এবং সুজাতা দাস গোস্বামী ও লক্ষ্মী করকে যুগ্ম সম্পাদক করে ‘শিশু ও নারী নিগ্রহ বিরোধী কমিটি’ গঠিত হয়৷

(গণদাবী : ৭১ বর্ষ ২১ সংখ্যা)