70 Year 29 Issue 9 March 2018
শিল্পী সাংস্কৃতিককর্মী ও বুদ্ধিজীবী মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক তরুণ সান্যালের জীবনাবসানের পর গত ২ মার্চ সংগঠনের একাদশ বর্ষপূর্তি অনুষ্ঠানে সেই পদে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর নাম ঘোষণা হলে ভিড়ে ঠাসা কলকাতার আশুতোষ হল প্রবল করতালিতে ফেটে পড়ে৷
অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে শ্রী চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়, পার্থসারথি সেনগুপ্ত, কবীর সুমন, পবিত্র গুপ্ত, মীরাতুন নাহার, নিরঞ্জন প্রধান, সুজাত ভদ্র, ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, তরুণ নস্কর, কামাল আহমেদ, অশোক সামন্ত, তরুণ মণ্ডল, অজয় চ্যাটার্জী, বিষ্ণু দাস, মঞ্চের যুগ্ম সম্পাদক দিলীপ চক্রবর্তী ও সান্টু গুপ্ত প্রমুখ৷ অনুষ্ঠানে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয় এবং সিঙ্গুর–নন্দীগ্রাম আন্দোলনের উপর একটি তথ্যচিত্র দেখানো হয়৷