উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির ডাকে ১৭ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি চালানোর পর ২০ ফেব্রুয়ারি শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হল কনভেনশন। ২ হাজরের বেশি কর্মচারীর উপস্থিতিতে এই কনভেনশনে সভাপতিত্ব করেন জেলার বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা জয় লোধ। উপস্থিত ছিলেন সাফাই কর্মচারী সমিতির সভাপতি কিরণ রাউত, সম্পাদক বিনোদ কুমার রাউত, সহ-সভাপতি শিবপ্রসাদ হেলা। আন্দোলনের চাপে প্রথমে মন্ত্রী গৌতম দেব ও পরে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠকে বসতে বাধ্য হন। পুরমন্ত্রী সাফাই কর্মীদের বেতন ২৮০ টাকা থেকে বাড়িয়ে ৪০৪ টাকা করার প্রতিশ্রুতি দেন। দ্রুত এই প্রতিশ্রুতি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত ঘোষণা করে সংগঠন।