১৯৬৮ সালে প্রতিষ্ঠিত শিলচর মেডিকেল কলেজে আজও চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো গড়ে উঠল না৷ চিকিৎসা পরিষেবার উন্নতির দাবিতে ২৫ অক্টোবর এস ইউ সি আই (সি) কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে হাসপাতালের মূল গেটের সামনে ধরনা অনুষ্ঠিত হয়৷ এই মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ‘কার্ডিওলজিস্ট’ ও ‘কার্ডিও ভাসকুলার সার্জন’ না থাকার ফলে বহু রোগীকে বাধ্য হয়ে ৩০০–৪০০ কিলোমিটার পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে শিলংয়ের ‘নিগগ্রিমস’ বা গুয়াহাটি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যেতে হয়৷ পাহাড়ি রাস্তা দিয়ে যেতে গিয়ে অনেকেই বিনা চিকিৎসায় মাঝপথেই মারা যান৷ একদিকে পরিকাঠামোর সমস্যা, অন্যদিকে ব্লাড ব্যাঙ্ক ও রোগীদের খাদ্য সরবরাহের ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি আজ জনসমক্ষে প্রকাশ পেয়েছে৷ সমস্যা সমাধানের দাবিতে ধরনা শেষে এস ইউ সি আই (সি) দলের একটি প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দাবিপত্র দেয়৷ প্রতিনিধি দলে ছিলেন দলের জেলা সম্পাদক কমরেড ভবতোষ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য কমরেডস সুব্রত চন্দ্র নাথ, শ্যামদেও কুর্মী, মাধব ঘোষ প্রমুখ৷