Breaking News

শিবদাস ঘোষ স্মরণে বাঁকুড়ায় আলোচনা সভা

শিবদাস ঘোষ মেমোরিয়াল কমিটি, বাঁকুড়া শাখার পক্ষ থেকে ২৫ জুলাই বাঁকুড়া মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্রেক্ষাগৃহে এ যুগের মহান মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের স্মরণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমরেড শিবদাস ঘোষের জীবন-সংগ্রাম এবং বতর্মান সময়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধানে শিবদাস ঘোষের চিন্তাধারা কী ভূমিকা পালন করতে পারে– এই বিষয়়ে আলোচনা করেন অধ্যাপক কুন্তল সিনহা, প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার সুবোধ সিংহ, সরকারি কর্মচারী বিশ্বজিৎ ঘোষ, ছাত্র সাধন রজক, স্বাস্থ্যকর্মী অমৃত দে এবং দেবাশীষ দত্ত, শিক্ষক সুদর্শন পাল প্রমুখ। প্রধান বক্তা ছিলেন ডাঃ সজল বিশ্বাস। সভাপতিত্ব করেন ডাঃ নীলাঞ্জন কুণ্ডু এবং ডাঃ সুভাষ মণ্ডল। সঞ্চালনা করেন শিক্ষক রঞ্জিত মাহাতো।

সভায় ৪০ জন উপস্থিত ছিলেন। দেবাশীষ দত্ত প্রস্তাব দেন, শিবদাস ঘোষের জীবনী স্কুল-পাঠ্য করার জন্য কমিটির উদ্যোগী হওয়া দরকার। স্বাস্থ্যকর্মী জয়ন্ত পাল প্রতি মাসেই কোনও না কোনও মনীষীর জীবন চর্চা করার প্রস্তাব রাখেন।