শিবদাস ঘোষ জন্মশতবর্ষে আদর্শের নিবিড় চর্চা জেলায় জেলায়

মৈপীঠ

মহান মার্কসবাদী চিন্তানায়ক, এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষ পূর্তি হচ্ছে আগামী ৫ আগস্ট৷ ওই দিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাপনী সমাবেশে সারা দেশ থেকে অসংখ্য মানুষ যোগ দেবেন৷ এই উপলক্ষে কমরেড শিবদাস ঘোষ জন্মশতবর্ষের তাৎপর্য চর্চার জন্য সারা দেশেই অসংখ্য আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে৷ এ সংক্রান্ত বেশ কিছু সংবাদ গণদাবীর পাতায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে৷

মৈপীঠঃ দক্ষিণ চব্বিশ পরগনায় দলের মৈপীঠ লোকাল কমিটির ডদ্যোগে আলোচনা সভা ২৩ মে৷ শতাধিক কর্মী–সমর্থকের উপস্থিতিতে আলোচনা করেন দলের পলিটবুরো সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য৷ তিনি কমরেড শিবদাস ঘোষ জন্মশতবর্ষের তাৎপর্য এবং নির্বাচন সম্পর্কে সঠিক মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন৷

কালনাঃ  পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমায় কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ে ২১ মে এক সভায়  আলোচনা করেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুব্রত গৌড়ী৷ উপস্থিত ছিলেন দলের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক কমরেড অনিরুদ্ধ কুণ্ডু, জেলা কমিটির সদস্য কমরেড অপূর্ব চক্রবর্তী এবং লোকাল সম্পাদক কমরেড শুভেন্দু গোস্বামী৷

সিঙ্গুরঃ ২৮ মে হুগলি জেলায় সিঙ্গুরের রতনপুরে শিবদাস ঘোষ জন্মশতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির আয়োজনে ‘স্বাধীনতা–উত্তর ভারতে বামপন্থী আন্দোলন ও কমরেড শিবদাস ঘোষ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অশোক সামন্ত৷ উপস্থিত ছিলেন দলের হুগলি জেলা কমিটির সদস্য কমরেড তপন দাস ও সিঙ্গুর আঞ্চলিক সম্পাদক কমরেড শংকর জানা৷

কলকাতাঃ দলের লেক আঞ্চলিক কমিটির উদ্যোগে ২৮ মে ‘ভারতবর্ষের বামপন্থী আন্দোলন ও শিবদাস ঘোষের চিন্তা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য কমরেড কাঞ্চন দাশগুপ্ত৷