১৪ সেপ্টেম্বর সেভ এডুকেশন কমিটি পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে তমলুকে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জাতীয় শিক্ষানীতি ২০২০-র মাধ্যমে শিক্ষার সর্বাত্মক বেসরকারিকরণ ও কর্পোরেটকরণ, চার বছরের ডিগ্রি কোর্স চালুর পরিকল্পনা, ব্লেন্ডেড মোড অফ এডুকেশনের মাধ্যমে শিক্ষাকে পুরোপুরি অনলাইন ভিত্তিক করা, মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়া সহ বিভিন্ন প্রস্তাব করা হয়েছে। ডেপুটেশনে এর বিরোধিতা করা হয়। দাবি জানানো হয় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। এমএসকে-এসএসকে শিক্ষকদের ওপর রাজ্য সরকারের অমানবিক ও নির্মম অত্যাচার বন্ধ করতে হবে এবং বিশ্বভারতীর উপাচার্যের অগণতান্ত্রিক পদক্ষেপ বন্ধ করতে হবে। নেতৃত্ব দেন শুভেন্দু শেখর দাস, আব্দুল মাসুদ, বাসুদেব দাস, সিদ্ধার্থশঙ্কর রায় প্রমুখ।