শিক্ষায় কেন্দ্রীয় সরকারের একচ্ছত্র আধিপত্য কায়েমের প্রতিবাদে এবং ব্যাপক ফি–বৃদ্ধি ও সিলেবাসে সাম্প্রদায়িক বিষয় অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে এআইডিএসও সহ পাঁচটি বামপন্থী ছাত্রসংগঠনের যৌথ উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি হাজার হাজার ছাত্রছাত্রী পার্লামেন্ট অভিযান করে৷ রামলীলা ময়দান থেকে মিছিল শুরু হয়ে পার্লামেন্ট স্ট্রিটে পৌঁছালে সেখানে এসএফআই, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ এবং এআইডিএসও–র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷ এআইডিএসও–র সাধারণ সম্পাদক কমরেড অশোক মিশ্র, সহসভাপতি কমরেড মুকেশ সেমওয়াল এবং দিল্লি রাজ্য সম্পাদক কমরেড শ্রেয়া সিং কেন্দ্রীয় জনবিরোধী শিক্ষানীতির তীব্র সমালোচনা করেন৷ ১৯ ফেব্রুয়ারি পার্লামেন্ট অভিযান হয় জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন (জেএফএমই) এর ডাকে এই বিরাট মিছিলে ছাত্র সংগঠনগুলি ছাড়াও শিক্ষক সংগঠন–কর্মচারী সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও অংশগ্রহণ ছিল৷ অন্যান্য নেতাদের পাশাপাশি এস ইউ সি আই (সি)–র পক্ষে বক্তব্য রাখেন দলের দিল্লি রাজ্য সম্পাদক কমরেড প্রাণ শর্মা, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির দিল্লি শাখার পক্ষে অধ্যাপক নরেন্দ্র শর্মা৷