জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশনের ডাকে ৩ এপ্রিল দিল্লিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির শিক্ষাক্ষেত্রে জনবিরোধী পদক্ষেপ যেমন, শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ, গৈরিকীকরণ, স্বাধিকার হরণ, আর্থিক অনুদান হ্রাস, সিবিসিএসের নামে সর্বাঙ্গীন শিক্ষার পথে বাধাদান, সাম্প্রতিক ঘোষিত গ্রেডেড অটোনমির নামে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বশাসনের উপর হস্তক্ষেপ, পাশ–ফেল তুলে দেওয়া প্রভৃতির বিরুদ্ধে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
সর্বভারতীয় শিক্ষক সংগঠন অল ইন্ডিয়া ফেডারেশন অফ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অর্গানাইজেশনের (এআইফুকটো) উদ্যোগে গঠিত ওই ফোরামে যোগ দেয় অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি, ফেডকুটা, আবুটা, ডুটা, এসটিইএ, এআইডিএসও, এআইএসএফ প্রভৃতি সংগঠন৷ মিছিল বারাখাম্বা রোড, টলস্টয় মার্গ, জনপথ হয়ে পার্লামেন্ট স্ট্রিটে পৌঁছালে পুলিশ আটকায় এবং সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হয়৷
সভায় বক্তব্য রাখেন এআইফুকটোর সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষে অধ্যাপক নরেন্দ্র শর্মা, আবুটার পক্ষে সভাপতি অধ্যাপক তরুণকান্তি নস্কর, এআইডিএসও–র পক্ষে প্রশান্ত কুমার প্রমুখ৷ এছাডা বক্তব্য রাখেন এসইউসিআই(সি)–র দিল্লি রাজ্য সম্পাদক কমরেড প্রাণ শর্মা৷ সিপিআই ও সিপিএম দলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন৷ সভার শেষে উদ্যোক্তা সংগঠনগুলির এক বৈঠকে এই আন্দোলনকে আরও সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় ও রাজ্যস্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়৷
70 Year 34 Issue13 April, 2018