পশ্চিম মেদিনীপুর : ১৮ আগস্ট মেদিনীপুরে বিদ্যাসাগর হলে এআইডিএসও–র উদ্যোগে শিক্ষা কনভেনশন ও পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে বর্তমান শিক্ষার ওপর যে ক্রমবর্ধমান আক্রমণ চলছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন খড়গপুর কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক দেবাশিস আইচ৷ দ্বিতীয় সেশনে সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড কমল সাঁই, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডাঃ মৃদুল সরকার, রাজ্য সহ সভাপতি কমরেড চন্দন সাঁতরা এবং এসইউসিআই (সি) জেলা সম্পাদক কমরেড নারায়ণ অধিকারী৷ সম্মেলনে কমরেড ব্রতীন দাস সম্পাদক ও কমরেড বিশ্বরঞ্জন গিরি সভাপতি নির্বাচিত হন এবং ১৬ জনের সম্পাদকমণ্ডলী, ২৬ জনের জেলা কমিটি ও ৭৬ জনের কাউন্সিল গঠিত হয়েছে৷
উত্তর ২৪ পরগণা : ১৯ আগস্ট দত্ত পুকুর নিবাধৈ উচ্চ বিদ্যালয়ে এআইডিএসও উত্তর ২৪ পরগণা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন এসইউসিআই(সি)–র জেলা সম্পাদক কমরেড গোপাল বিশ্বাস এবং ডিএসও–র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড রামকুমার মণ্ডল, সভাপতি কমরেড মৃদুল সরকার এবং সম্পাদক কমরেড সৌরভ ঘোষ৷ সম্মেলনে ১৮ জনের কার্যকরী কমিটি, ২৩ জনের কাউন্সিল সহ কমরেড অভিজিৎ মুখার্জী সভাপতি ও কমরেড অভিষেক দেবনাথ সম্পাদক নির্বাচিত হন৷
(৭১ বর্ষ ৫ সংখ্যা ৩১ আগস্ট, ২০১৮)