70 Year 32 Issue 30 March 2018
প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু এবং শিক্ষা ও শিক্ষকদের ১৫ দফা দাবিতে ২২ মার্চ সল্টলেকের বিকাশ ভবন অভিযানে পুলিশ শিক্ষক–শিক্ষিকাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে ৭ জনকে আহত করে এবং ৩ জনকে গ্রেপ্তার করে৷ দুই শতাধিক শিক্ষক–শিক্ষিকা উপস্থিত ছিলেন৷ মিছিল করার সময় পুলিশ বাধা দেয়৷ শিক্ষকরা ইন্দিরা ভবনের সামনে রাস্তা অবরোধ করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে থাকেন৷ এই সময় পুলিশ অতর্কিতে তাঁদের উপর লাঠি চালায়৷
বিক্ষোভ অভিযানের আয়োজক বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং এই স্বৈরাচারী আচরণের প্রতিবাদে সমগ্র শিক্ষক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান৷