অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক কার্তিক সাহা ১৪ মে এক বিবৃতিতে বলেন, এবার ভারতীয় নবজাগরণের অন্যতম মনীষী বাল গঙ্গাধর তিলককে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিল রাজস্থানের অষ্টম শ্রেণির ইতিহাস বই৷ গত শিক্ষাবর্ষে বইটি বাজারে আসে৷ হাজার হাজার ছাত্রছাত্রী বইটি এক বছর ধরে পড়েছে৷ বইটির ২২ নং অধ্যায়ে ২২৭ পৃষ্ঠায় বাল গঙ্গাধর তিলককে বলা হয়েছে– তিনি ছিলেন ‘সন্ত্রাসবাদের জনক’৷
ইতিপূর্বে ভারতীয় নবজাগরণের আপসহীন ধারার মহান বিপ্লবী ক্ষুদিরাম বসু, ভগৎ সিং প্রমুখকেও সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে৷ বর্তমান প্রজন্ম যাতে মনীষীদের মহান চরিত্র সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকে ও তাঁদের সম্পর্কে ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়, তার জন্য ইতিহাসকে বিকৃত করার ঘৃণ্য অপপ্রয়াস চলছে৷ কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে এই ধরনের ন্যক্কারজনক কার্যকলাপ বন্ধের সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে৷
(৭০ বর্ষ ৪০ সংখ্যা ২৫ মে, ২০১৮)