জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল বেসরকারিকরণের প্রতিবাদে ৫ জানুয়ারি হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের ডাকে মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে অনুষ্ঠিত হয় গণকনভেনশন৷ সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম সি লোহ৷ বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক ডাঃ অশোক সামন্ত, মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, অধ্যাপক জগবন্ধু অধিকারী, পূর্বতন প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ভূঞ্যা, শিক্ষক অতীন্দ্রনাথ বেরা, বিশিষ্ট নাগরিক দীপক বসু, নার্সেস ইউনিটির রাজ্য সম্পাদিকা পার্বতী পাল, শালবনী হাসপাতালের নার্স পাপিয়া টুডু৷
মুখ্যমন্ত্রী বলেছেন, জিন্দালরা আরও ভাল পরিষেবা দেবে৷ পূর্বতন সিপিএম সরকার একই যুক্তিতে ঢাকুরিয়ার নিরাময় পলিক্লিনিক, যোধপুর পার্কের অরবিন্দ সেবাকেন্দ্র, যাদবপুরের কে এস রায় টিবি হাসপাতাল বেসরকারিকরণ করেছিল৷ বর্তমানে সেখানে আমরি, কেপিসি হাসপাতালের মতো বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তুলে কোটি কোটি টাকার ব্যবসা চলছে৷ শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল বেসরকারিকরণের ক্ষেত্রে সরকার সফল হলে রাজ্যের আরও যে সব সুপার স্পেশালিটি হাসপাতাল জনগণের ট্যাক্সের টাকায় গড়ে উঠেছে সেগুলিরও বেসরকারিকরণ হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসার কোনও সুযোগ জনগণ পাবে না৷
যে কোনও মূল্যে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল বেসরকারিকরণের পরিকল্পনা প্রতিরোধ করার আহ্বান জানান বক্তারা৷ আন্দোলন তীব্রতর করতে শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ভূঞ্যাকে সভাপতি এবং অধ্যাপক প্রভঞ্জন জানাকে সম্পাদক করে হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি গঠিত হয়৷ ছয় শতাধিক মানুষ কনভেনশনে উপস্থিত ছিলেন৷