Breaking News

শারদীয়া বুকস্টলে ছাত্র-যুবদের আগ্রহ ছিল লক্ষণীয়

আর জি কর আন্দোলনের পরিস্থিতিতে এ বার এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর শারদীয় বুকস্টলে মানুষের বাড়তি আগ্রহ লক্ষ করা গেছে। সারা রাজ্যে এবার প্রায় ৪৫ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের আর জি কর আন্দোলন নিয়ে বইটি গভীর আগ্রহে সংগ্রহ করেছেন সাধারণ মানুষ। বইটির ৪০ হাজার কপি অতি দ্রুত নিঃশেষিত হয়ে যায়। এ ছাড়াও কমরেড শিবদাস ঘোষের ‘কেন এস ইউ সি আই (সি) ভারতের মাটিতে একমাত্র সাম্যবাদী দলক্স বইটি নিয়েও বিশেষ আগ্রহ ছিল। কমরেড প্রভাস ঘোষের ‘ধর্মীয় চিন্তা– বিবেকানন্দ গান্ধীজি ও রবীন্দ্রনাথের চিন্তাধারা এবং মার্ক্সবাদ ও সমাজতান্ত্রিক বিপ্লব’ এবং ‘কিশোরদের প্রতি’ বইটি ভাল সংখ্যায় বিক্রি হয়েছে। ছাত্র-যুবদের মধ্যে মার্ক্সবাদী চিন্তানায়কদের বইয়ের প্রতি বিশেষ আগ্রহ লক্ষ করা গেছে। এ ছাড়াও মনীষীদের মূল্যায়ন সংক্রান্ত বইগুলিও মানুষ আগ্রহ নিয়ে সংগ্রহ করেছেন।

দলের পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রায় ১১০০ স্টল ছাড়াও বহু ভ্রাম্যমান স্টল নিয়ে দলের কর্মীরা এলাকায় এলাকায় মানুষের কাছে পৌঁছেছেন। ট্রেনে ট্রেনে যাত্রীদের মধ্যেও দলের বই পৌঁছে দিয়েছেন কর্মীরা। উৎসবের কয়েক দিন কর্মীদের অক্লান্ত পরিশ্রম বহু সাধারণ মানুষের দ্বারা প্রশংসিত হয়েছে। বহু মানুষ বই কিনে নাম ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেছেন। আর জি কর আন্দোলনে দলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বারবার উল্লেখ করে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।