শহিদ যতীন দাস স্মরণ

সিকদার বাগান স্ট্রিট, উত্তর কলকাতা
যতীন দাস পার্ক, হাজরা

১৩ সেপ্টেম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অনন্য বিপ্লবী যতীন দাসের ৯৬তম শহিদ দিবস। ১৯২৯ সালের এই দিনটিতে লাহোর জেলে ৬৩ দিন অনশনের পর মাত্র ২৪ বছর বয়সে এই বিপ্লবী মৃত্যুবরণ করেন। এ দিন দক্ষিণ কলকাতায় যতীন দাস পার্কে শহিদ যতীন দাস স্মৃতি সমিতি ও শহিদ যতীন দাস কালচারাল ফোরামের পক্ষ থেকে বিপ্লবীর মূর্তিতে মাল্যদান করা হয় এবং বিপ্লবীদের পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নাতি রঞ্জনপ্রসাদ দাস এবং বিপ্লবী সূর্য সেনের পরিবারের সদস্য মিতা মিত্র সহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন শহিদ যতীন দাস জন্মশতবার্ষিকী কমিটির সম্পাদক অংশুমান রায়। সভাপতিত্ব করেন সমিতির সম্পাদক সুবীর কুণ্ডু। ফোরামের সদস্যরা গীতিআলেখ্য পরিবেশন করেন।

উত্তর কলকাতায় বিপ্লবীর জন্মস্থান মামার বাড়ির পাশে সিকদার বাগান স্ট্রিটের মূর্তিতে ‘বিপ্লবী যতীন দাস স্মরণ সমিতি’র পক্ষ থেকে মাল্যদান এবং সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয়, ভেঙে পড়া মামার বাড়িটিকে সরকার হেরিটেজ বাড়ি ঘোষণা করে বিপ্লবীর স্মৃতি যথাযথ ভাবে সংরক্ষণ করুক।