কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে ‘ভাষা আন্দোলন’ ও ‘মানব মুক্তির সংগ্রামে’র শহিদদের উদ্দেশ্যে নির্মিত শহিদ বেদির উপর ২২ ফেব্রুয়ারি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা চালায় ও বেদির ক্ষতি করার চেষ্টা করে। এই আক্রমণকে ধিক্কার জানিয়ে ২৩ ফেব্রুয়ারি মিছিল করে এ আই ডি এস ও। মিছিল শেষে আক্রান্ত শহিদ বেদির সামনে এক সংক্ষিপ্ত শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে রক্তপতাকা উত্তোলন করেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কলকাতা জেলা সম্পাদক কমরেড মিজানুর রহমান। শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তথা কলকাতা জেলা সভাপতি কমরেড পিন্টু দাস। ধিক্কার সভায় অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপস্থিত সকলে সোচ্চার হন।