এ আই কে কে এম এস রাজ্য সম্পাদক আমির আলি হালদারকে ১৯৯৭ সালের ১১ জানুয়ারি সিপিএম ঘাতকরা নৃশংসভাবে হত্যা করে। তেভাগা আন্দোলনের বলিষ্ঠ নেতা, বেনাম জমি উদ্ধার আন্দোলন সহ জমিদার-জোতদারদের অত্যাচারের বিরুদ্ধে বহু আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা শহিদ কমরেড আমির আলি হালদারের মৃত্যুদিবসকে রাজ্যব্যাপী শহিদ দিবস হিসাবে এ বার পালন করল রাজ্য কে কে এম এস। এই উদ্দেশে ১১ জানুয়ারি ২০২০ পশ্চিমবাংলার সহস্রাধিক গ্রামে শহিদ বেদি স্থাপন, মাল্যদান করা হয় ও শপথ বাক্য পাঠ করা হয়। ওই দিন দক্ষিণ ২৪ পরগণার বকুলতলা হাটসংলগ্ন মেহনতি সংঘের মাঠে ২ সহস্রাধিক মানুষের উপস্থিতিতে একটি সভা হয়। সভায় বক্তব্য রাখেন এ আই কে কে এম এস-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শংকর ঘোষ। এছাড়াও ওই দিন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আর একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড পঞ্চানন প্রধান।