
২৩ মার্চ ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী শহিদ ভগৎ সিং-এর ৯৫তম আত্মোৎসর্গ দিবস উপলক্ষে সারা দেশের অসংখ্য জায়গায় মর্যাদার সাথে নানা অনুষ্ঠান হয়।
কলকাতাঃ কলকাতার বেহালা পশ্চিমে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস, কমসোমলের উদ্যোগে আলোচনা সভা হয় বিজি প্রেস অঞ্চলে। বক্তব্য রাখেন, এসইউসিআই(সি) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড অংশুমান রায়। এআইডিওয়াইও-র কলকাতা জেলা কমিটির সভাপতি কমরেড সঞ্জয় বিশ্বাস ও এআইএমএসএস-এর কলকাতা জেলা সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড কবিতা মান্না সহ ৭০ জন ছাত্র-যুব উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন, এআইডিওয়াইও কলকাতা জেলার সহ-সভাপতি কমরেড বাসুদেব প্রামাণিক।

নদিয়াঃ ২৩ মার্চ নদিয়ার গোকুলপুর অ্যাকাডেমস বিদ্যালয়ে উদযাপিত হল বিপ্লবী ভগৎ সিং শহিদ দিবস। উপস্থিত ছিলেন বহু মিড ডে মিল কর্মী, টোটো চালক, ভ্যান চালক সহ অনেকে।
ভগৎ সিং-এর প্রতিকৃতিতে মাল্যদান করেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন কল্যাণী ব্লকের সভাপতি ও সম্পাদক অঞ্জলি সমাদ্দার ও অঞ্জলি দাস এবং উপস্থিত অন্যরা। সঙ্গীত, আবৃত্তি পরিবেশিত হয়। বক্তব্য রাখেন ভবানী বিশ্বাস।
পূর্ব মেদিনীপুরঃ ২৩ মার্চ ভগৎ সিং অত্মোৎসর্গ দিবসে পূর্ব মেদিনীপুরের ভোগপুরে শহিদস্মৃতি ভবনের উদ্বোধন হয়। সভাপতিত্ব করেন রবীন দিন্ডা। উদ্বোধন করেন মেদিনীপুর ক্ষুদিরাম শতবার্ষিকী কমিটির সম্পাদক অমল মাইতি। উপস্থিত ছিলেন অনুরূপা দাস, প্রণব মাইতি, নারায়ণচন্দ্র নায়ক, মধুসূদন বেরা, সুব্রত দাস, জন্মেজয় মান্না সহ বহু সাধারণ মানুষ।