১৯৩১-এর ২৩ মার্চ শহিদের মৃত্যু বরণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামের আপসহীন ধারার তিন বীর বিপ্লবী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু। দিল্লি সংলগ্ন সবোলি গ্রামে ২৩ মার্চ ‘শহিদ ভগৎ সিং সংঘর্ষ সমিতি’-র উদ্যোগে এই শহিদদের আত্মদান স্মরণে এক মশাল মিছিল নহরওয়ালে চক থেকে শুরু হয়ে ভগৎ সিং মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। গ্রামের বহু তরুণ-যুবক শহিদদের ছবি, পোস্টার, মশাল ও মোমবাতি হাতে নিয়ে মিছিলে সামিল হন।
মধ্যপ্রদেশে তিনদিন ধরে নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করলেন এআইইউটিইউসি অনুমোদিত ভগৎ সিং অখ্বর হকার্স ইউনিয়নের সদস্যরা। প্রতিকৃতিতে মাল্যদান, সভা, সাইকেল মিছিল সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।