১১ নভেম্বর দিল্লিতে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হোস্টেল–চার্জ অস্বাভাবিক পরিমাণে বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর লাঠি ও জলকামান নিয়ে নির্মম হামলা চালায় পুলিশ৷ ছাত্রদের ন্যায্য আন্দোলনের উপর এই বর্বর আক্রমণের তীব্র নিন্দা করে এআইডিএসও–র সাধারণ সম্পাদক কমরেড অশোক মিশ্র ওইদিন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘরভাড়া ৩০ গুণ বাড়িয়ে বার্ষিক ২৪০ টাকা থেকে ৭২০০ টাকা করেছে৷ এর সঙ্গে দিতে হবে ১২ হাজার টাকা মেস সিকিউরিটি চার্জ, ২০ হাজার ৪০০ টাকা সার্ভিস চার্জ৷ এছাড়াও জল এবং বিদ্যুতের জন্য আলাদা চার্জ, এমনকি হোস্টেলের রাঁধুনি, ঝাড়ুদার, সাহায্যকারীর জন্যও চার্জ ধার্য করেছে কর্তৃপক্ষ৷ এর ফলে বেশিরভাগ ছাত্র হোস্টেল ছাড়তে বাধ্য হবেন৷ অবশেষে তাঁদের পড়াও ছাড়তে হবে৷ ছাত্র সংগঠন এবং নির্বাচিত বডিগুলির সঙ্গে কোনও আলোচনা না করেই কর্তৃপক্ষ একতরফা ভাবে ‘হোস্টেল ম্যানুয়াল’ পরিবর্তন করেছে৷ যার প্রতিবাদে ছাত্রছাত্রীরা মুখর হলে আলোচনা দূরে থাক, কর্তৃপক্ষ একগুঁয়ে মনোভাব নিয়ে চলছেন এবং ছাত্রদের আন্দোলন ভাঙতে অপপ্রচার ও পুলিশি দমন নামিয়ে এনেছেন৷
এআইডিএসও সমস্ত বর্ধিত ফি অবিলম্বে প্রত্যাহার করা, হোস্টেল ম্যানুয়াল পরিবর্তন নিয়ে গণতান্ত্রিক পরিবেশে আলোচনার দাবি জানিয়েছে৷ জেএনইউ ক্যাম্পাস সহ সর্বত্র ছাত্র আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে সংগঠন৷ জেএনইউ ছাত্রছাত্রীদের বলিষ্ঠ আন্দোলনের সামনে মাথা নিচু করতে বাধ্য হয় কর্তৃপক্ষ৷ ১৩ নভেম্বর তারা ফি বৃদ্ধি প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে৷ এই জয়ে এআইডিএসও–র সর্বভারতীয় কমিটি আন্দোলনরত ছাত্রছাত্রীদের সংগ্রামী অভিনন্দন জানিয়েছে৷