শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের চাপে অবশেষে হোসিয়ারি মালিকরা চার শতাংশ হারে মজুরি বৃদ্ধি করতে বাধ্য হলেন। ২৩ জুলাই কোলাঘাটের দেউলিয়ায় এই মর্মে মালিকদের সংগঠন বেঙ্গল হোসিয়ারি টেলার্স অ্যাসোসিয়েশন এবং শ্রমিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কর্মকর্তাদের মধ্যে স্বাক্ষরিত হয় এক চুক্তিপত্র। স্বাক্ষর করেন শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা, সম্পাদক নেপাল বাগ এবং মালিক অ্যাসোসিয়েশনের কোলাঘাট শাখার পক্ষে সভাপতি প্রণব নায়ক, সম্পাদক গণেশ কান্ডার প্রমুখ।
মধুসূদন বেরা বলেন, ২০২০-তে ন্য়ূনতম মজুরির হার ঘোষিত হলেও তা কার্যকর করেনি মালিকরা। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে রেটবৃদ্ধির চুক্তিপত্র স্বাক্ষরিত হল। এখনও ২০২১,২০২২,২০২৩ সালের ন্যূনতম মজুরি অনুসারে রেটবৃদ্ধি বকেয়া রয়েছে। অবিলম্বে ওই রেটবৃদ্ধির দাবিতে ২৬ জুলাই রাজ্য লেবার কমিশনারের কাছে ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে বলে মধুসূদনবাবু জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান চুক্তি অনুসারে ২০২০ সালের নূ্যনতম মজুরি অনুযায়ী শ্রমিকরা দৈনিক ৩৬১ টাকা রেট পাবেন। যদিও ২০২৩ সালের ন্য়ূনতম মজুরি অনুসারে শ্রমিকদের দৈনিক ৪১৪ টাকা পাওয়া উচিত।