Breaking News

লকডাউনে বিপন্ন মানুষের পাশে দলের কর্মীরা


সরকার ত্রাণের কথা ঘোষণা করলেও বেশিরভাগ দুঃস্থ ‌মানুষ এখনও ত্রাণ পাননি। এমতাবস্থায় এস ইউ সি আই (সি) দলের উদ্যোগে ও পথের দাবি ট্রাস্টের আর্থিক সহায়তায় হাওড়ার বালি গ্রামাঞ্চলে চাঁদমারি ও সাপুইপাড়া এলাকায় ৩ এপ্রিল স্বেচ্ছাসেবকরা ৫০টি দরিদ্র দুঃস্থ পরিবারের হাতে চাল ডাল আটা সহ খাদ্যদ্রব্যের প্যাকেট তুলে দেন। লকডাউনের মধ্যে এই খাদ্য বিতরণ দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফুটিয়েছে।