সারা বাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকে ৭ মে পালিত দাবিদিবসে মুখ্যমন্ত্রীকে এক স্মারকলিপি দেওয়া হয়। তার কপি সংশ্লিষ্ট দপ্তরগুলিতে পাঠানো হয়। সমিতির রাজ্য সভানেত্রী লিলি পাল ও রাজ্য সম্পাদক পার্বতী পাল জানান, তাঁরা মুখ্যমন্ত্রীকে দেওয়া এই স্মারকলিপিতে লকডাউন পরিস্থিতিতে পরিচারিকাদের অত্যন্ত দুরবস্থার কথা তুলে ধরেছেন। তাঁরা জানিয়েছেন, এই লকডাউনে পরিচারিকাদের অনেকেরই কাজ নেই। বেশির ভাগ বাড়িতেই বেতন দেওয়া হচ্ছে না। অনেককে ছাঁটাইয়ের মুখোমুখি হতে হচ্ছে। এঁদের অনেকেই পরিবারে একক রোজগারে সংসার চালাতে বাধ্য হন। যাঁদের বাড়িতে স্বামী আছেন তাঁরাও কাজ হারিয়েছেন। এই পরিস্থিতিতে তাঁরা দাবি করেছেন, যতদিন না অবস্থা স্বাভাবিক হচ্ছে তত দিন পরিচারিকাদের মাসিক পাঁচ হাজার করে অনুদান দেওয়া, কাজে ফিরিয়ে নেওয়া এবং বেতন বন্ধ না করার বিষয়টি সরকার দেখুক এবং বিদ্যুৎ বিল মকুব ও রেশনে খাদ্যশস্য ছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই সব হত দরিদ্র, অনাহারক্লিষ্ট পরিচারিকাদের সরবরাহ করা হোক। সমিতির পক্ষ থেকে অবিলম্বে মদের দোকানগুলি বন্ধ করে দেওয়ার দাবি করা হয়। বলা হয়, না হলে পারিবারিক হিংসা ও অত্যাচার আরও বাড়তে থাকবে।