২৭ ডিসেম্বর এনআরসি এবং সিএএ প্রবর্তনের প্রতিবাদে মুর্শিদাবাদের বহরমপুর গ্রান্ট হলে সভা অনুষ্ঠিত হয়৷ এক প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে শেষ হয় মোহন হাউসের মোড়ে৷ সেখানে পথসভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন সমিতির বিদগ্ধজনেরা ও শতাধিক নির্যাতিতা নারী৷ সভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি অধ্যাপিকা সুজাতা দে বসু, কার্যকরী সভাপতি ডাক্তার আলি হাসান, প্রধান শিক্ষিকা কাবেরী বিশ্বাস, কার্যকরী সভাপতি সোমনাথ চক্রবর্তী প্রমুখ৷ এনআরসি বিরোধী সঙ্গীত পরিবেশন করেন সুলেখা বসাক, আবৃত্তি করেন শিক্ষিকা সুমনা গুপ্ত, সীমা সরকার প্রমুখ৷ পদযাত্রায় নেতৃত্ব দেন সাহিত্যিক খালেদ নোমান, অধ্যাপিকা স্মৃতিরেখা রায়চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষিকা শুক্লা মণ্ডল, প্রধান শিক্ষিকা আল্পনা রায়চৌধুরী, সম্পাদিকা খাদিজা বানু, অধ্যাপক বিষাণ গুপ্ত, শিক্ষক সাইদুর রহমান প্রমুখ৷