রোকেয়া ভবনে শিশু-কিশোর শিবির

পিছিয়ে পড়া, দুঃস্থ, অসহায়, নির্যাতিত নারীর সন্তানদের মধ্যে উন্নত মূল্যবোধসম্পন্ন শিক্ষা প্রসারের লক্ষে্য রোকেয়া নারী উন্নয়ন সমিতি ১৯ ফেব্রুয়ারি বহরমপুর রোকেয়া ভবনে শিশু-কিশোরদের নিয়ে সারা দিনের একটি শিবিরের আয়োজন করে। শিবিরে ক্রীড়া প্রতিযোগিতা, সঙ্গীত, আবৃত্তি, তাৎক্ষণিক বত্তৃতা, আলোচনা, তাৎক্ষণিক নাটক ইত্যাদি অনুষ্ঠিত হয়। শিবির পরিচালনা করেন সমিতির নেতৃবৃন্দ। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় একশো জন শিশু-কিশোর অংশ নেয়।