নানা সামাজিক সমস্যার প্রতিকারের পথ নিয়ে বহরমপুর রোকেয়া পাঠচক্রের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১৬ মে বহরমপুর রোকেয়া ভবনে। আলোচ্য বিষয়– ‘রোকেয়া সাখাওয়াত হোসেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বর্তমান পরিস্থিতি’।
সভায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মতামত পেশ করেন ১৪টি ব্লকের প্রতিনিধিরা। পাঠচক্রের আহ্বায়ক ছিলেন রেবেকা সুলতানা ও সুকুমার ব্যানার্জী। আলোচনা করেন রোকেয়া নারী উন্নয়ন সমিতির রাজ্যের প্রধান উপদেষ্টা ও লেখক সৌরভ মুখার্জী ও বহরমপুর গালর্স কলেজের অধ্যাপক খয়বর আলি মিয়া। আলোচকরা বতর্মান পরিস্থিতির নিন্দা, সাম্প্রদায়িকতার উৎস, মহান মনীষীদের আহ্বান এবং সর্বস্তরের মানুষের জনজীবনের সমস্যা নিয়ে শক্তিশালী আন্দোলনের আহ্বান জানান। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আল্পনা রায়চৌধুরী।
এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪২ সংখ্যা ৩০ মে – ৫ জুন ২০২৫ এ প্রকাশিত