Breaking News

রোকেয়া নারী উন্নয়ন সমিতির ধরনা

রোকেয়া নারী উন্নয়ন সমিতি মুর্শিদাবাদ জেলার উদ্যোগে ২২ সেপ্টেম্বর বহরমপুরে প্রায় তিনশো নির্যাতিতা মহিলা প্রতিবাদ-অবস্থান করেন ও বিভিন্ন সরকারি দপ্তরে ডেপুটেশন দেন।শুধু মুর্শিদাবাদ জেলাতেই পঞ্চাশ হাজারের বেশি খোরপোষ মামলা দশ-বারো বছরের বেশি সময় ধরে চলছে। এগুলির ন্যায়বিচারের দাবিতে জেলা বিচারকের কাছে সমিতির সভাপতি কাবেরী বিশ্বাসের নেতৃত্বে নির্যাতিতা নারীরা ডেপুটেশন দেন। এছাড়া মদের প্রসার ও চোলাই মদ বন্ধ করার দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশনে নেতৃত্ব দেন সমিতির নেত্রী অধ্যাপিকা স্মৃতিরেখা রায়চৌধুরী। প্রতিনিধি দল জানায়, বহরমপুরে চোলাই মদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সমিতির কর্মী পিঙ্কি দাস চোলাই কারবারিদের হাতে প্রহৃত হয়েছেন।

এই বিষয়গুলি নিয়ে জেলাশাসকের কাছেও স্মারকলিপি দেওয়া হয়। ১৫টি ব্লক থেকে মহিলারা উপস্থিত হয়েছিলেন। সমগ্র্র কর্মসূচি পরিচালনা করেন সমিতির সম্পাদিকা খাদিজা বানু।