২৯ জুলাই রোকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে নারী নির্যাতনের বিরুদ্ধে সভা হয় বহরমপুর রবীন্দ্রসদনে। নারী নির্যাতন, আইনি সুরক্ষা ও বিদ্যাসাগরের শিক্ষা বিষয়ে আলোচনা করেন অধ্যাপিকা আফরোজা খাতুন, অধ্যক্ষ অজয় অধিকারী, অধ্যক্ষা হেনা সিনহা, ডাঃ আলি হাসান, আইনজীবী মিঠু সমাজদার সহ আরও অনেকে। তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, নিরাশ্রয় বিধবা, গার্হস্থ্য নির্যাতনের শিকার নারীদের অনেকেই তাঁদের জীবন-যন্ত্রণার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সারভানু খাতুন, মিনুয়ারা খাতুন, তিনা মিস্ত্রি, বিধবা লাজিনা, স্বামী পরিত্যক্তা হীরা খাতুন সহ অনেকে তাঁদের জীবনযন্ত্রণার কথা তুলে ধরেন। রোকেয়া সমিতির সহায়তায় প্রতিকূলতার বিরুদ্ধে মাথা উচু করে এগিয়ে চলা বিলকিশ খাতুন, সুরভিতা পাল ও জাহানারা খাতুনকে সম্মানিত করা হয়।
সম্পাদিকা খাদিজা বানু বলেন, নারী নির্যাতন রোধ ও আইনি সুরক্ষার দাবিতে সমিতির গণস্বাক্ষর চলছে। আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে নির্যাতিতাদের পাশে থাকার আবেদন জানান তিনি। উপস্থিত ছিলেন অধ্যাপক, শিক্ষক, নাট্যশিল্পী, আইনজীবী, চিকিৎসক, কবি, সঙ্গীতশিল্পী সহ বহু বিশিষ্টজন।