রেলের সার্বিক বেসরকারিকরণ রোধ এবং স্টেশনের ন্যূনতম যাত্রী পরিষেবার দাবিতে ৮ জানুয়ারি হাওড়ার নাগরিক প্রতিরোধ মঞ্চ, দক্ষিণ পূর্ব রেলওয়ে মৌড়িগ্রাম শাখা কমিটির উদ্যোগে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। অধ্যাপক বি আর প্রধান, অজয় চ্যাটার্জী, তাপস বেরা, প্রফুল্ল ঘোষ, শঙ্কর মাইতি, মাধব কর, দেবাশিস দাস সহ আরও অনেকে এই কর্মসূচিতে ছিলেন। দাবিগুলি ছিল রেলের বেসরকারিকরণ ও কর্মী সংকোচন করা চলবে না, সমস্ত লোকাল ট্রেন চালু করতে হবে, কোনও অজুহাতে ট্রেনের ভাড়া বাড়ানো চলবে না, সময়মতো ট্রেন চালাতে হবে, স্টেশন সংলগ্ন অ্যাপ্রোচ রোড সারাতে হবে, ট্রেনের ঘোষণা করতে হবে, নিয়মিত ইউরিনাল সাফাই করতে হবে।