রেল কর্তৃপক্ষকে ডেপুটেশন দিয়েও লাভ হয়নি। তাই বিক্ষোভ অবস্থান ঘেরাও কর্মসূচিতে সামিল হল রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। বেলদা থেকে অবিলম্বে বেলদা হাওড়া লোকাল ট্রেন চালু, উত্তর ও দক্ষিণ ভারত এক্সপ্রেস ট্র্রেনের স্টপেজের দাবিতে ৩১ ডিসেম্বর বেলদা স্টেশনে গণঅবস্থানে সামিল হয় বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। মিছিল বেলদা কেশিয়াড়ি মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে রেল স্টেশনে শেষ হয়। বেলদা স্টেশন ম্যানেজারের কাছে ফের ট্রেন চালুর দাবি জানিয়ে আলোচনায় বসেন সমিতির সদস্যরা। জনশতাব্দী এ’প্রেস ট্রেনের স্টপেজ দেওয়া, কেশিয়াড়ি মোড়ে ওভারব্রিজ স্থাপন, বেলদাকে মহকুমা গঠন সহ সার্বিক উন্নয়নের দাবিতে রেল স্টেশনে বিকেল পর্যন্ত চলে ঘেরাও অবস্থান। উপস্থিত ছিলেন রামলাল রাঠি, তুষার জানা, সুশান্ত পানিগ্রাহী, প্রদীপ দাস, বিদ্যাভূষণ দে প্রমুখ।