Breaking News

রেলে শূন্যপদে নিয়োগের দাবিতে যুব বিক্ষোভ

কল্যাণী স্টেশনে বিক্ষোভ

এআইডিওয়াইও-র পক্ষ থেকে ৯ মার্চ সর্বভারতীয় প্রতিবাদ দিবসে দেশের বিভিন্ন রেল স্টেশনের ম্যানেজারের মাধ্যমে রেলমন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হয়। দাবি জানানো হয় ট্রেনে জেনারেল ও স্লিপার কোচের সংখ্যা কমানো চলবে না, তিন লক্ষ শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে, বেকার যুবক-যুবতীদের স্থায়ী চাকরি দিতে হবে, বরিষ্ঠ নাগরিকদের ভাড়ায় আগের মতো ৫০ শতাংশ কনসেশন দিতে হবে, পরিযায়ী শ্রমিকদের জন্য সব দূরপাল্লার ট্রেনে সাধারণ কোচের ব্যবস্থা রাখতে হবে। পশ্চিমবঙ্গে৫৫টি রেলওয়ে স্টেশনে প্রতিবাদ সভা, মিছিল ও স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয় বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক মলয় পাল।