রেলের সার্বিক বেসরকারিকরণের বিরুদ্ধে, ১৫০টি ট্রেন বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে, প্যাসেঞ্জার ট্রেনগুলিকে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করে রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদে, আদ্রা শিরোমণি প্যাসেঞ্জার, হাওড়া-ঘাটশিলা প্যাসেঞ্জার, সাঁতরাগাছি-ঝাড়গ্রাম প্যাসেঞ্জার, হাওড়া-টাটা প্যাসেঞ্জার, দীঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেস চালু এবং সমস্ত স্টেশনের যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানো সহ ২৯ দফা দাবিতে খড়গপুর ডি আর এম-এর কাছে স্মারকলিপি দেয় নাগরিক প্রতিরোধ মঞ্চের দক্ষিণ পূর্ব রেলওয়ে (খড়গপুর ডিভিশন) কমিটি। উল্লেখ্য, ১৪ নভেম্বর প্রাক্তন সাংসদ ডাক্তার তরুণ মণ্ডলের সভাপতিত্বে মেচেদার বিদ্যাসাগর হলে এক কনভেনশনের মধ্য দিয়ে নাগরিক প্রতিরোধ মঞ্চের দক্ষিণ-পূর্ব রেলওয়ে (খড়গপুর ডিভিশন )-এর শাখা কমিটি গঠিত হয়। এই কমিটির পক্ষ থেকে ১০ ডিসেম্বর ডিআরএম দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। ডেপুটেশনের আগে খড়গপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড এবং ডি আর এম অফিসের সামনে সভার আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সম্পাদক সুরঞ্জন মহাপাত্র এবং সরোজ মাইতি। সুরঞ্জন মহাপাত্রের নেতৃত্বে তিনজনের প্রতিনিধি দল ডিআরএম-কে স্মারকলিপি দেন।