Breaking News

রুশ সামরিক আক্রমণের তীব্র নিন্দা এস ইউ সি আই (সি)-র

কলকাতা

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর রাশিয়ার একতরফা সামরিক অভিযানের তীব্র নিন্দা করে ওই দিনই এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ এক বিবৃতিতে বলেন, ‘বিশেষ সামরিক অভিযান’-এর নামে ইউক্রেনে সাম্রাজ্যবাদী রাশিয়ার সামরিক আগ্রাসনের আমরা তীব্র নিন্দা করছি। মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বাধীন ‘ন্যাটো’ যুদ্ধজোট পূর্ব ইউরোপের অধিকাংশ দেশগুলিকে নিজের নিয়ন্ত্রণের বৃত্তে টেনে এনেছে। তাই প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে রাশিয়া ইউক্রেনের ওপর নিজের আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই আগ্রাসন চালিয়েছে।
মার্কিন ও রুশ সাম্রাজ্যবাদের মধ্যে আধিপত্য বিস্তারের এই দ্বন্দ্বের ফলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা বিশ্বশান্তিকে বিপন্ন করছে। তদুপরি, অভূতপূর্ব বেকার সমস্যা, ছাঁটাই, দারিদ্র এবং এ সবের বিরুদ্ধে ক্রমবর্ধমান আন্দোলনের মুখোমুখি হয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলি যুদ্ধ বাধিয়ে যুদ্ধাতঙ্ক সৃষ্টি করে, উগ্র জাতিদম্ভে উসকানি দিয়ে জনগণের দৃষ্টি ঘোরাতে চাইছে।
আমরা দাবি করছি, রুশ সরকারকে অবিলম্বে এই আগ্রাসন বন্ধ করতে হবে এবং পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলির জোট ন্যাটো ভেঙে দিতে হবে।

গণদাবী ৭৪ বর্ষ ২৯ সংখ্যা  ৪ মার্চ ২০২২