Breaking News

রাস্তা সংস্কারের দাবিতে এগরায় বিক্ষোভ


১ নভেম্বর পূর্ব মেদিনীপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট)-র এগরা লোকাল কমিটির উদ্যোগে এগরা-১ ব্লকে ডেপুটেশন দেওয়া হয়। সাননিহারী পিচরাস্তা থেকে বড়নিহারী পর্যন্ত দুটি ব্লকের সংযোগকারী রাস্তাটির সংস্কার, সমস্ত গ্রামীণ রাস্তা মেরামত, জলনিকাশি ব্যবস্থার সংস্কার, মোড়ে মোড়ে মদের ঠেক বন্ধ করা এবং দুবদা বেসিন এলাকার স্থায়ী বন্যা প্রতিরোধের দাবিতে দু’ঘণ্টা রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি হয়। বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে দাবিপত্র দেওয়া হয়। বিডিও এবং সভাপতি রাস্তাগুলি দ্রুত মেরামতের আশ্বাস দেন।
আন্দোলনে নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড চিন্ময় ঘোড়াই, কৃষক নেতা জগদীশ সাউ প্রমুখ। বিক্ষোভ অবস্থানে দুই শতাধিক মানুষ অংশ নেন।